Picture Credit Goes To Social Media (Edited)
Ft Dev
আমরা সবাই জানি যে, এখন সুপারস্টার দেব এবং এস ভি এফের সম্পর্ক খুব একটা ভালো নেই . নানা বিষয় নিয়েই প্রতিনিয়ত এক পক্ষ আরেক পক্ষকে চাপে ফেলানোর চেষ্টা করছে . বিশেষ করে দেবের ২০১৮-এর পূজো রিলিজ "হৈচৈ আনলিমিটেড" থেকে মিমি চক্রবর্তীর সরে দাড়ানো নিয়ে এখনো রয়েছে প্রচুর প্রশ্ন . ধারণা করা হচ্ছে এর পিছনেও রয়েছে এস ভি এফের হাত.
তবে সকল প্রশ্নকে পিছনে ফেলে এবার দেবকে একটি চুক্তির আওতায় আসার অফার দিলো এস ভি এফের অন্যতম অংশীদার মহেন্দ্র সোনি . চুক্তি অনুযায়ী দেব বছরে এস ভি এফের হয়ে একটি করে ফিল্ম করবে বদলে এস ভি এফ দেবের প্রযোজিত ফিল্ম ডিস্ট্রিবিউট করবে এবং স্ক্রিনসংখ্যা যেন বেশী পায় সেদিকে খেয়াল রাখবে.
সুপারস্টার দেব এখনো জানাননি তিনি এই চুক্তি সাইন করবেন কিনা . তিনি এখন "হৈচৈ আনলিমিটড" এর শুটিং-এ উজবেকিস্থানে আছেন . সেখান থেকে ফিরেই তিনি তার সিদ্ধান্ত জানাবেন.
আরো পড়ুন
সুলতানকে এড়িয়ে গেলো ফিদা
জীতের অভিনয়ে মুগ্ধ অজিত
পুনরালোচনায় আশিকী ৩
অনিশ্চিত চাঁদের পাহাড় ৩
কাকে বিয়ে করছেন সিদ্ধার্থ ??
ফিরছে আশিকী জুটি
For More Updates
No comments:
Post a Comment