Picture Credit Goes To Social Media (Edited)
Ft Dev , Ankush , Prosenjit
Subscribe Our Youtube Channel
Half Reporter Youtube
এবার পুজোয় মোট ৬ টি বাংলা সিনেমা রিলিজ হতে চলেছে যার ১ম টি হচ্ছে "হইচই আনলিমিটেড" . সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে সুপারস্টার দেব , কৌশানি এবং পূজা ব্যানার্জিকে . এটি একটি কমেডি ঘরানার সিনেমা . সিনেমাটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায় . সিনেমাটির সবথেকে বড় ইউ এস পি হচ্ছে এটি একটি দেব এন্টারটেনমেন্ট ভেন্চার্স এর সিনেমা আর আমরা সবাই জানি যে দেব এন্টারটেনমেন্ট ভেন্চার্স থেকে আমরা সবসময়ই নতুন কিছু পেয়ে থাকি . সুতরাং আমরাও অপেক্ষায় দেবের এই নতুন চমক দেখার জন্য .
পুজোর ২য় সিনেমাটির নাম হচ্ছে "কিশোর কুমার জুনিয়র" . সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি এবং সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে দ্যা এভারগ্রীণ সুপারস্টার প্রসেনজিৎকে . সিনেমাটির ইউ এস পি প্রসেনজিৎ নিজেই কারণ দেব এবং জিতের সময়টা এখন খুব একটা ভালো না গেলেও প্রসেনজিৎ ঠিকই একের পর এক সুপারহিট দিয়ে যাচ্ছেন টলিউডকে.
পুজোর ৩য় সিনেমাটির নাম হচ্ছে " ভিলেন " . এস ভি এফ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন বাবা যাদব এবং সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে টলির ডান্সিং স্টার অংকুশ , মিমি এবং রিত্বিকা সেনকে . শোনা যাচ্ছে সিনেমাটি নাকি সাউথ সিনেমা "জেন্টলম্যান" এর রিমেক
পুজোর ৪র্থ সিনেমার নাম " বোমকেশ গোত্র " এস ভি এফ প্রযোজিত বোমকেশ সিরিজের এই সিনেমাটিতেও পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে বোমকেশের চরিত্রে দেখা যাবে আবিরকে . সাথে থাকছেন রাহুল , সোহিনী এবং প্রিয়াংকা .
পুজোর ৫ম সিনেমাটি হচ্ছে " এক যে ছিল রাজা " . সিনেমাটি পরিচালনা করেছেন পুজো স্পেপালিষ্টখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি . সিনেমাটি প্রযোজনা করেছে এস ভি এফ এবং সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে .
পুজোর ৬ষ্ঠ এবং সর্বশেষ রিলিজ হচ্ছে " মনোজদের অদ্ভুত বাড়ি " . সিনেমাটি প্রযোজনা করছে দ্যা ব্লকবাস্টার ফিল্ম মেকার শিবুপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায় আর এটিই হচ্ছে সিনেমাটির সবথেকে বড় ইউ এস পি কারণ আমরা সবাই জানি শিবু-নন্দিতা জুটি আমাদেরকে সবসময় ব্লকবাস্টারই উপহার দিয়েছে.
No comments:
Post a Comment