Pictures From Social Media (Edited)
Ft Sidharth Malhotra , Alia Bhatt
বেশ কয়েকমাস আগে বলিউডে জোর গুঞ্জন ছিল যে , ভিশেষ ফিল্মসের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি আশিকী- এর ৩য় পার্ট তৈরি হতে চলেছে যেটি পরিচালনা করবেন মোহিত সুরী এবং প্রধান দুটি চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটকে.
তবে তার কিছুদিন পর থেকেই শোনা যায় সিদ্ধার্থ এবং আলিয়ার মধ্যে সুসম্পর্ক বজায় নেই আর সেই কারণেই একজন আরেকজনের সাথে কাজ করতে চান না এছাড়া প্রযোজক মাহেশ ভাট্ ও পরিচালক মোহিত সুরী জানান যে এখন "আশিকী ৩" তৈরীর কোনো প্লান নেই .
সম্প্রতি সিদ্ধার্থ এবং মোহিত সুরীকে একসাথে মিটিং করতে দেখা যাওয়াতে সেই পুরনো গুঞ্জন আবারও ডানা মেলেছে . এই গুঞ্জন আরো জোরদার হওয়ার কারণ হচ্ছে তাদের মিটিং এর জায়গাটা ছিল ভিশেষ ফিল্মসের অফিস এছাড়া সিদ্ধার্থের সাথে মোহিতের "ভিলেন ২" নিয়েও কথা চলছে বলে ধারণা করা হচ্ছে.
আরো পড়ুন
জীতের জায়গা দখল করলেন প্রসেনজিৎ
অনিশ্চিত চাঁদের পাহাড় ৩
জিতের গলায় ঈদের গান
কাকে বিয়ে করছেন সিদ্ধার্থ ??
For More Updates
No comments:
Post a Comment