Picture Credit Goes To Social Media (Edited)
Ft Ankush , Faria
২০১৫ সালে মুক্তি পায় অংকুশ এবং নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা আশিকী . সিনেমাটি বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা না করলেও অঙ্কুশ-ফারিয়া জুটির কেমিস্ট্রি সবার নজর কাড়ে.
এবার সেই কেমিস্ট্রির আরো একটি ঝলক দেখতে চলেছে দর্শক . এস ভি এফ প্রযোজিত বিগ বাজেট সিনেমা "ডি ফর ডান্স"-এ আবারো একসাথে দেখা যেতে পারে অংকুশ-ফারিয়া জুটিকে .অংকুশ তো এই সিনেমার জন্য প্রথম থেকেই চূড়ান্ত , ফারিয়ার সাথেও এস ভি এফের সকল আলোচনা প্রায় শেষ সুতরাং সবকিছু ঠিক থাকলে খুব শীগ্রই "ডি ফর ডান্স" সাইন করতে চলেছে ফারিয়া.
"ডি ফর ডান্স" পরিচালনা করবেন বাবা যাদব . বাবা যাদবের পরিচালনায় এর আগেও "বাদশা" এবং "বস২"-তে কাজ করেছেন ফারিয়া . সিনেমা দুটিতে ফারিয়ার বিপরীতে ছিলেন সুপারস্টার জিৎ এবং সিনেমা দুটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল.
No comments:
Post a Comment