Pictures From Social Media (Edited)
Ft Jeet , Shakib Khan
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দুটি বাংলা সিনেমা "ভাইজান এলো রে" এবং "সুলতান দ্যা সেভিয়ার" এর ১ম গান ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে.
জিত এবং মিম অভিনীত "সুলতান দ্যা সেভিয়ার" এর ১ম গান "মাশাল্লাহ" মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে ব্যপক সাড়া পায় . ১ম দিনই রেকর্ড ১৭ হাজার লাইক অর্জন করে ইউটিউব থেকে এবং ২ দিনের মধ্যেই পার করে ১ মিলিয়ন ভিউস এর মাইলফলক.
তবে শাকিব, শ্রাবন্তী এবং পায়েল অভিনীত "ভাইজান এলো রে" এর ১ম গান "বেবিজান" মুক্তি পাওয়ার পর "মাশাল্লাহ" এর সকল রেকর্ড ভেঙে দিয়েছে . ১ম দিনে অর্জন করেছে ২০ হাজার লাইক এবং ১ দিনের মধ্যেই ছুয়েছে ১ মিলিয়ন ভিউস এর মাইলফলক.
এককথায় প্রতিযোগিতা একদম জমে উঠেছে আর এই প্রতিযোগিতায় "সুলতান দ্যা সেভিয়ার" থেকে "ভাইজান এলো রে" একধাপ এগিয়েই থাকলো.
No comments:
Post a Comment