Pictures Credit Goes To Social Media (Edited)
Ft Jeet , Mim , Shakib , Srabanti
গত বছর অর্থাৎ ২০১৭ সালের ইদে মুক্তির অপেক্ষায় থাকা দুটি যৌথ প্রযোজনার সিনেমা বস্২ এবং নবাবের রিলিজ নিয়ে বংলাদেশের কিছু কলাকুশলীরা নানান ধরনের নাটকীয়তার সৃষ্টি করে . যৌথ প্রযোজনার সিনেমা তারা বাংলাদেশে রিলিজ হতে দেবেনা বলে আন্দোলন শুরু করে , যদিও সিনেমা দুটি ঠিকই রিলিজ হয় এবং ভালো ব্যবসাও করে.
বছর ঘুরে এখন আমরা ২০১৮ এর ইদের সামনে দাড়িয়ে কিন্তু যৌথ প্রযোজনার প্রেক্ষাপট বদলায়নি . আবারো বাংলদেশে হুমকির মুখে পড়তে পারে এবছর ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দুটি যৌথ প্রযোজনার সিনেমা জিত-মিম অভিনীত "সুলতান" এবং শাকিব-শ্রাবন্তী অভিনীত "ভাইজান".
বাংলাদেশের যৌথ প্রযোজনা বিরোধীরা বলছে "সুলতান" এবং "ভাইজান" দুটি সিনেমার জন্যই নাকি শুটিং শুরু হওয়ার আগে শুটিং পারমিট নেওয়া হয়নি বরং শুটিং শেষ হয়ে যাওয়ার পর এটির জন্য করা হয়েছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই তারা বাংলাদেশে সিনেমা দুটির রিলিজ আটকে দিতে চাইছে.
No comments:
Post a Comment