Picture Credit Goes To Youtube (Edited)
কিছুদিন আগে বেশ ঢাক-ঢোল পিটিয়ে নুসরাত ফারিয়া তার প্রথম সিঙ্গেল "পাটাকা" প্রকাশ করেন . প্রকাশ হওয়ার আগে গানটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা থাকলেও গানটি প্রকাশ হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড় . আর আমাদের মতে এটা হওয়াও স্বাভাবিক কারণ গানটিকে ঘিরে যে প্রত্যাশা ছিল সেটা কোনো ভাবেই পূরণ করতে পারেননি ফারিয়া . এছাড়া গানটির কথার মধ্যেও তালমিল খুঁজে পাওয়া যাচ্ছে না.
"পাটাকা" গানটি যৌথভাবে দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে . চ্যানেল দুটি হচ্ছে "সি এম ভি" এবং "এস ভি এফ" . "এস ভি এফ" চ্যানেলে কিছুটা ছাড় পেলেও "সি এম ভি" চ্যানেলে দর্শকেরা গানটিকে ঘিরে ব্যাপকভাবে ক্ষোপ প্রকাশ করেছে . বাংলা গানের ইতিহাসে এই প্রথম কোনো গান লাইক এর তুলনায় প্রায় ১০ গুণ বেশি আনলাইক পেয়েছে . এছাড়া কমেন্ট বক্সেও গানটিকে একইভাবে সমালোচিত হতে হয়েছে . এককথায় বলা যেতে পারে ফারিয়ায় বেজায় নারাজ দর্শকেরা.
For More Updates
Subscribe Our Youtube Channel : Half Reporter Youtube
Like Our Facebook Page : Box Office Bangla Exclusive
Download Our Android App : Half Reporter Android App
No comments:
Post a Comment