For All Latest Videos Of Entertainment World
Subscribe Our Youtube Channel
আমরা সবাই এটা জানি যে , প্রযোজনা সংস্থা এস ভি এফ তৈরী করতে চলেছে বাংলার প্রথম ডান্স ফিল্ম "ডি ফর ডান্স" . ফিল্মটি পরিচালনা করতে চলেছেন বাবা যাদব এবং প্রধান চরিত্রে থাকছেন বাংলার ডান্সিং ষ্টার অঙ্কুশ.
আমাদের ফেইসবুক পেজ BOX OFFICE BANGLA EXCLUSIVE-এ কিছু প্রশ্ন এসেছিল যে ঈদে রিলিজ হওয়ার কথা থাকলেও এখনো এই সিনেমার শুটিং কেন শুরু হয়নি. আসলে এই সিনেমাটি পুরোপুরি ডান্স ওরিয়েন্টেড হওয়ায় প্রধান চরিত্র ছাড়াও বাকি যারা সাপোর্টিং ষ্টার থাকবে তাদেরকেও প্রোফেসনাল ডান্সার হতে হবে আর এজন্যই কিছু বলিউড তারকার ডেট চাইছে এস ভি এফ আর এজন্যই শুটিং শুরু হতে এত দেরি হচ্ছে.
বলিউড ফিল্ম "ABCD" এবং "ABCD২" এ অভিনয় করা সালমান ইউসুপ খান ইতিমধ্যেই "ডি ফর ডান্স" সাইন করেছে . এস ভি এফ আরো কয়েকজন বলিউডের ডান্সিং ষ্টারকে এই ফিল্মের জন্য চাইছে যার মধ্যে একজন হচ্ছেন লোরেন গোটতলিৰ . মূলকথা হলো যত তাড়াতাড়ি এই ডান্সিং স্টাররা তাদের ডেট দেবে তত তাড়াতাড়ি "ডি ফর ডান্স" এর শুটিং শুরু হবে .
তবে যতদূর শোনা যাচ্ছে লোরেন গোটতলিৰকে হয়তো পাবে না এস ভি এফ এবং তারই বিকল্প খুঁজতে গিয়েই "ডি ফর ডান্স" শুরু হতে এত দেরি হচ্ছে.
For More Updates
Download Our Official Android App
And Subscribe Our Youtube Channel
No comments:
Post a Comment