Wednesday, April 18, 2018

বলিউডে দেবের কবির


Download Our Official Android App
And Subscribe Our Youtube Channel

কিছুদিন আগেও আমরা জানতাম যে বাংলা সিনেমা মানেই রিমেক . কিন্তু সৃজিত মুখার্জি , বিরসা দাশগুপ্ত , এবং কমলেশ্বর  মুখার্জীদের মতো পরিচালকদের কল্যানে সেটা এখন অনেকটাই বদলেছে এমনকি সৃজিত মুখার্জি পরিচালিত "রাজকাহিনী"-এর হিন্দি রিমেকও করা হয়েছে যা বাংলা সিনেমার জন্য খুবই গর্বের.

তবে সবকিছুকে পেছনে ফেলে বাংলা ফিল্ম ইন্ডাট্রির এগিয়ে যাওয়ার কাজটিতে কারিগর হিসেবে কাজ করছেন সুপারস্টার দেব . "চ্যাম্প" , "ককপিট" এবং "কবির"-এর মতো অরিজিনাল কনটেন্ট এর সিনেমা আমরা সুপারস্টার দেবের প্রোডাকশন হাউস থেকেই পাচ্ছি. 

এবার তার সাথে যোগ হচ্ছে আরো একটি চমক . বলিউডের প্রোডিউসার অনিরুদ্ধ রায় চৌধুরী দেব এন্টারটেইনমেন্ট  ভেঞ্চার্স এর থেকে কয়েকটি সিনেমার হিন্দি সত্বঃ কিনতে চাইছে . যার প্রথমটি হচ্ছে "কবির" . 

"কবির" এর এই হিন্দি রিমেকে প্রধান চরিত্রে দেখা যেতে পারে নওয়াজুদ্দিন সিদ্দিকী অথবা মনোজ বাজপায়কে. এছাড়া দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই বছর ক্রিস্টমাসে মুক্তির অপেক্ষায় থাকা পদ্মভূষণ সুভাষিণী দেবীর  বিওপিক নিয়েও দুইপক্ষের মাঝে আলোচনা চলছে.

For More Updates
Download Our Official Android App
And Subscribe Our Youtube Channel

No comments:

Post a Comment