Picture Credit Goes To Social Media (Edited)
Ft Dev , Priyanka
আমরা আগেই শুনেছি যে এস ভি এফের চাপে সুপারস্টার দেবের পূজো রিলিজ "হৈচৈ আনলিমিটেড" থেকে সরে দাড়িয়েছে মিমি চক্রবর্তী এইবার তার দেখানো পথেই নাকি হাটতে চলেছে সিনেমাটির আরেক নায়িকা প্রিয়াংকা.
শোনা যাচ্ছে যে এবার দেবের "হৈচৈ আনলিমিটেড" থেকে সরে দাঁড়াতে চলেছেন প্রিয়াংকা . সরে দাঁড়ানোর কারণ হিসেবে জানানো হচ্ছে যে প্রিয়াংকা প্রোডাকশন হাউস থেকে সিনেমাটির স্ক্রিপ্টের একটি সফট কপি চাইলে প্রোডাকশন টীম সেটা দিতে রাজি হয়নি আর তাতেই চটেছেন প্রিয়াংকা.
তবে টলি ক্রিটিকসরা বলছে আসল কারণটা হচ্ছে "এস ভি এফ" . আসলে প্রিয়াংকা এস ভি এফের বেশ কয়েকটি বড় প্রজেক্টে কাজ করছে আর দেবের সাথে এস ভি এফের সম্পর্ক এখন খুব একটা ভালো না . এজন্যই এসবের ফলাফলরুপেই "হৈচৈ আনলিমিটেড" থেকে প্রিয়াংকাকে সরে দাঁড়াতে হচ্ছে.
No comments:
Post a Comment