Picture Credit Goes To Social Media (Edited)
Ft Jeet , Koel
জিত-কোয়েল বা জিকো জুটিকে পছন্দ করেন না এমন বাংলা সিনেদর্শক নেই বললেও চলে . দর্শকেরা এই জুটিকে এতটাই পছন্দ করে যে শাহরুখ-কাজল জুটির সাথেও "জিকো" এর তুলনা করে থাকে এবং সবসময় চায় যে তারা যেন একসাথে বেশী বেশী সিনেমা করে.
সম্প্রতি একটি অনুষ্ঠানে কোয়েলকে জিগ্গাসা করা হয় যে, কোয়েলের স্বামী নিঃপাল সিং এবং জিত তো একসাথে কয়েকটি সিনেমা প্রযোজনা করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে তাহলে কি আমরা খুব শিঘ্রই জিকো জুটিকে আবার একসাথে দেখবো বলে আশা করতে পারি??
উত্তরে কোয়েল বলেন " দেখুন জিকো মানেই একটা মিষ্টি প্রেমের গল্প , দর্শকেরা সবসময় জিত-কোয়েল জুটিকে রোম্যান্স করতে দেখতেই সবথেকে বেশী পছন্দ করে সুতরাং সেইরকম কোন গল্প যদি আসে তাহলে আমরা অবশ্যই আবার একসাথে কাজ করবো"
No comments:
Post a Comment