Picture Credit Goes To Social Media (Edited)
Ft Jeet
২০১৩ সালে মুক্তি পায় সুপারস্টার জিত এবং সাউথ অভিনেত্রী ঐন্দ্রিতা অভিনীত কমেডি-এ্যাকশান ঘরানার সিনেমা "বচ্চন" . সিনেমাটি ছিল ২০১৩ এর অন্যতম ব্যবসাসফল সিনেমা .
সিনেমাটির অন্যতম বিশেষত্ব ছিল যে সিনেমায় "টাটকা প্রিয়া মারি" নামে একটি গান গেয়েছিলেন সুপারস্টার জিত নিজেই এবং গানটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো.
এবার সুলতান দ্যা সেভিয়ারেও জিত তার নিজের গলায় একটি গান গেয়েছেন .সুপারস্টার জিতের ২০১৮ এর ঈদ রিলিজ সুলতান দ্যা সেভিয়ারে একটি ঈদ স্পেশাল গান থাকছে আর গানটি নিজেই গেয়েছেন জিত . আশা করা যায় যে "টাটকা প্রিয়া মারি" এর মতো এই গানটিও দর্শকদের মন জয় করবে .
No comments:
Post a Comment