Ft. Mimi
Pictures Credit Goes To Social Media (Edited)
আপনারা সবাই জানেন যে মিমি চক্রবর্তী সুপারস্টার দেবের পুজো রিলিজ পূজা রিলিজ "হৈচৈ আনলিমিটেড" থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু এখানে সবথেকে বড় কথা হলো তিনি সিনেমাটির জন্য ডেট দেওয়ার পরেও হটাৎ করেই কেন তার এই সিদ্ধান্ত??
টালিপাড়ায় জোর গুঞ্জন যে মিমি নিজের ইচ্ছায় নয় বরং "এস ভি এফ" এর চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন . যেহেতু মিমি এস ভি এফ ট্যালেন্ট সেহেতু তার চুক্তি অনুযায়ী "এস ভি এফ" বাদে অন্য কোনো প্রযোজনা সংস্থার সাথে কাজ করতে গেলে মিমিকে এস ভি এফ-এর অনুমতি নিতে হয় . এক্ষেত্রে নাকি এস ভি এফ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর সাথে কাজ করার অনুমতিও দিয়েছিলো মিমিকে কিন্তু এস ভি এফ-এর সাথে দেবের কিছু বিষয় নিয়ে.মন কষাকষি হওয়ায় শেষ পর্যন্ত মিমিকে ছাড়ছে না এস ভি এফ.
ইতিমধ্যেই মিমির রিপ্লেসমেন্ট হিসেবে "হৈচৈ আনলিমিটেড" টীম জয়েন করেছে কৌশানি . এখন দেখা যাক আসন্ন পূজোতে কৌশানিকে নিয়ে বক্স অফিসে কতটা হৈচৈ মাচাতে পরে দেব.
For More Updates
Subscribe Our Youtube Channel : Half Reporter Youtube
Download Our Android App : Half Reporter Android App
Like Our Facebook Page : Half Reporter Facebook
Check Our Recent Posts
No comments:
Post a Comment