Sunday, May 13, 2018

সোনাম,আলিয়াকে টপকে রুকমিনি


Pictures Credit Goes To Social Media (Edited)
Ft Alia Bhatt , Rukmini Maitra , Sonam Kapoor

সম্প্রতি "টাইমস অফ ইন্ডিয়া" সম্পূর্ন ভারতের মধ্যে সেরা ৫০ নারী সেলিব্রেটির তালিকা প্রকাশ করেছে যেখানে বরাবরের মতোই রয়েছে বলিউড অভিনেত্রীদের অধিক্য.

প্রথম স্থানে রয়েছেন মিস ওয়াল্ড খ্যাত মানূশী চিল্লার , দ্বিতীয় স্থানে রয়েছেন দিপীকা পাডুকোন , তৃতীয় স্থানে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ , চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং পঞ্চম স্থানে রয়েছেন ইশা গুপ্তা.

তবে এই তালিকায় প্রথমবারের মতো কোন বাঙালি অভিনেত্রী জায়গা করে নিয়েছে আর তিনি হচ্ছেন রুকমিনি মৈত্র . শুধু যে জায়গা করে নিয়েছেন সেটাই নয় , পেছনে ফেলেছেন আলিয়া ভাট , সোনম কাপুরের মতো রড় বড় বলিউড তারকাদের. 

যেখানে আলিয়া ভাটের স্থান ৩৭তম এবং সোনম কাপুরের স্থান ২৪ তম সেখানে রুকমিনি রয়েছেন ২৩তম স্থানে . এককথায় বাঙালি অভিনেত্রী হয়েও রুকমিনি বলিউড তারকাদের টেক্কা দিচ্ছে যেটা বাংলা সিনেমার জন্য সত্যিই খুবই গর্বের .

For More Updates

Subscibe Our Youtube Channel : Half Reporter Youtube

Like Our Facebook Page : Box Office Bangla Exclusive

Download Our Android App : Half Reporter Android App


Check Out Our Recent Posts

কেন সরে দাঁড়ালেন মিমি

ডিসলাইক কুইন ফারিয়া

রুক্মিণী নাকি মিমি

রেকর্ড দিয়েই সুলতানের যাত্রা শুরু

দৃষ্টিকোণের বাজিমাত এবং ১ম সপ্তাহেই শেষ চালবাজের চালবাজি

No comments:

Post a Comment