Picture Credit Goes To Social Media (Edited)
Ft Deepika Padukone
বলিউডে প্রতিনিয়তই রয়েছে সুপার হিরোদের আনাগোনা . যেমন হৃতিকের "কৃশ" , শাহরুখের "রা.ওয়ান" , টাইগারের "ফ্লাইং জাট্" ইত্যাদি এবং এদের সবারই রয়েছে বিশেষ কিছু সুপার পাওয়ার.
সবকিছু ঠিক থাকলে এবার সেই রকমই একটি বিশেষ সুপার পাওয়ার পেতে চলেছেন দিপীকা পাডুকোন . সোর্স অনুসারে দিপীকার পরবর্তী সিনেমায় তাকে এমন একটি চরিত্রে দেখা যাবে যার বিশেষ কিছু সুপার পাওয়ার রয়েছে এককথায় তাকে সিনেমাটিতে সুপারওম্যানের চরিত্রে দেখা যাবে.
সিনেমাটি প্রজোযনা করবে ফক্স স্টার স্টুডিও তবে সিনেমাটির নাম বা দিপীকার বিপরীতে কে থাকছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি.
No comments:
Post a Comment