Picture Credit Goes To Social Media (Edited)
Ft Dev
২০১৩ সালে মুক্তি পায় সুপারস্টার দেব অভিনীত বাংলার ১ম বিগ বাজেট অ্যাডভেঞ্চার সিনেমা "চাঁদের পাহাড়". সিনেমাটি প্রযোজনা করে বাংলার সবথেকে রড় প্রযোজনা সংস্থা "এস ভি এফ" এবং সিনেমাটি টলি বক্স অফিসের পূর্ববর্তী সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে.
২০১৭ সালে মুক্তি পায় চাঁদের পাহাড়ের ২য় পার্ট "আমাজন অভিজান" আর এটি এখনো পর্যন্ত বাংলার সবথেকে বড় ব্যবসাসফল সিনেমা . সিনেমাটি ওয়াল্ডওয়াইড প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছে.
"চাঁদের পাহাড়" ফ্রাঞ্চাইজির এই বিশাল সফলতার উপর ভিত্তি করে এস ভি এভ কিছুদিন আগেই দেবকে নিয়ে চাঁদের পাহাড়ের ৩য় পার্ট তৈরীর ঘোষণা দেয় তবে বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে সিনেমা.
দেবের সাথে এস ভি এফের সম্পর্ক এখন খুব একটা ভালো যাচ্ছে না এমনকি এস ভি এফ মিমি চক্রবর্তীকে কন্ট্রাকের প্যাচে ফেলে দেবের "হৈচৈ আনলিমিটেড" থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে বলেও শোনা যাচ্ছে
সুতরাং বলা যেতে পারে যে দেব-এস ভি এফ দ্বন্দ্বে এখন অনেকটাই অনিশ্চিত শঙ্করের ৩য় অভিযান চাঁদের পাহাড় ৩.
No comments:
Post a Comment