Thursday, August 2, 2018

এবার শাকিব - শ্রাবন্তীর রেকর্ড


Picture Credit Goes To Social Media (Edited)
Ft Shakib , Srabanti



বাংলাদেশী সুপারস্টার শাকিব খান অফিসিয়ালি টলিউডে পা রাখেন " শিকারী " সিনেমার মাধ্যমে . সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন টলি ডিভা শ্রাবন্তী . শাকিব - শ্রাবন্তী জুটিকে তখন থেকেই পছন্দ করতে শুরু করে দর্শকেরা এমনকি বাংলাদেশ বক্স অফিসে " শিকারী " ব্যাপকভাবে সফলতাও অর্জন করে .

সেই সফলতার ধারাবাহিকতায় এবার ঈদেও পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শাকিব - শ্রাবন্তী জুটির ২য় সিনেমা " ভাইজান এলো রে " . সিনেমাটি পশ্চিমবঙ্গে খুব একটা ভালো ব্যবসা না করতে পারলেও বাংলাদেশে ডিলেড রিলিজ হয়েও বেশ  ভালো ব্যবসা করছে . একপ্রকার বলা যেতে পারে যে , বাংলাদেশ বক্স অফিসে রাজ্ করছে ভাইজান .

বাংলাদেশ বক্স অফিসে রেকর্ড গড়ার মাঝে ইউটিউবেও আরো একটি রেকর্ড গড়ে ফেললোও শাকিব - শ্রাবন্তী জুটি , তাদের সিনেমার গান " বেবিজান " ১২ সপ্তাহের মধ্যেই ২০ মিলিওন ভিউস এর মাইলফলক অর্জন করেছে আর এই প্রথম বার কোনো বাংলা গানের ক্ষেত্রে এমনটি ঘটেছে সুতরাং এটা তো পরিষ্কার যে শাকিব - শ্রাবন্তী জুটি বাংলার দর্শকদের মনে ধরেছে .


For More Updates

Subscribe To Half Reporter Youtube







No comments:

Post a Comment