Thursday, August 2, 2018

তলানিতে প্রসেনজিৎ


Picture Credit Goes To Social Media (Edited)
Ft Prosenjit , Rituparna 



প্রসেনজিৎ চ্যাটার্জি কোনো সিনেমা হিট করানোর জন্য নামটাই যথেষ্ট . এমনকি যখন  সুপারস্টার জিৎ এবং দেবের সময়টা বক্স অফিসে খুব একটা ভালো যায়না তখনও প্রসেনজিৎ একের পর এক হিট সিনেমা দিয়ে যান . কিন্তু ছোট পর্দা বা টেলিভিশনে পুরো চিত্রটায় উল্টো . জীত বা দেবের ফ্লপ সিনেমা প্রিমিয়ার হলে যে টিআরপি অর্জন করে প্রসেনজিতের হিট সিনেমা প্রিমিয়ার হলেও সেই টিআরপি কে টপকাতে পারেনা . 

টেলিভিশনে যে প্রসেনজিতের  জনপ্রিয়তা কম তা আবারও প্রমাণ হয়ে গেল টিভি রিয়ালিটি শো " কে হবে বাংলার কোটিপতি ২ " এর মাধ্যমে . যখন দেব "ডান্স বাংলা ডান্স" জাজ করেছিল তখন "ডান্স বাংলা ডান্স" এর অ্যাভারেজ টিআরপি ছিলো ৫.২ , যখন জীত " বিগ বস " হোস্ট করেছিল তখন   " বিগ বস " এর অ্যাভারেজ টিআরপি ছিলো ৬.২ কিন্তু প্রসেনজিতের " কে হবে বাংলার কোটিপতি ২ " এর ১ম সপ্তাহের টিআরপি ২.৯ .

সুতরাং এককথায় বলা যায় ছোট পর্দা বুম্বাদাকে মেনে নিচ্ছে না  .এর আগে প্রসেনজিৎ অভিনীত টিভি সিরিয়াল " মহানায়ক "ও  টিআরপি দৌড়ে খুব একটা সুবিধা করতে পারেনি.



For More Updates 

Subscribe To Half Reporter Youtube 



                                      



No comments:

Post a Comment