Picture Credit Goes To Social Media (Edited)
Ft Soham , Mahi , Om
গতবছর পূজোতে রিলিজ হওয়ার কথা ছিল এসকে মুভিজ প্রযোজিত এবং সোহম , মাহি , ওম অভিনীত ত্রিকোণ প্রেমের সিনেমা " তুই শুধু আমার" কিন্তুু শুটিং সিডিউলের নানা জটিলতার কারণে রিলিজ ডেট ডিলে করা হয় তবে সবকিছু ঠিক থাকলে খুব শিঘ্রই বড়পর্দায় দেখা যাবে এই টুইস্টেড প্রেম কাহিনি.
সম্প্রতি সিনেমাটির একটি ঝলক প্রকাশ করেছে এসকে মুভিজ আর সেখানে ফুটে উঠেছে একটি মিষ্টি প্রেমের গল্প কিন্তুু টুইস্টের হালকা একটু আভাস দিতেও ভোলেনি এসকে মুভিজ , হটাৎ করেই দেখানো হয়েছে ওমের হীল টার্ন যেটা দর্শকদের জন্য সত্যিই বড় চমক এছাড়া সোহমকে নতুন লুকে দেখা গেছে এবং মাহিকে খুবই মিষ্টি লাগছে.
টিজার দেখে আশা করা যায় যে, সিনেমাটি দর্শকদের মন অবশ্যই জয় করবে এখন দেখা যাক ট্রেলার এবং গান এই টিজারের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা.
আরো পড়ুন
তাহলে কী দেব হার মানলো নাকি এস ভি এফ ??
সুলতানকে এড়িয়ে গেলো ফিদা
জীতের অভিনয়ে মুগ্ধ অজিত
পুনরালোচনায় আশিকী ৩
For More Updates
No comments:
Post a Comment