Picture Credit Goes To Social Media
Ft Ankush
গতবছর পূজোতে রিলিজ হয় অংকুশ অভিনীত কমেডি ঘরানার সিনেমা " বলো দুগ্গা মায়কী " তারপর কিছুদিন পরেই মুম্বাই পাড়ি দেন অংকুশ . এস ভি এফ তাদের ড্রিম প্রজেক্ট " ডি ফর ড্যান্স " এর ট্রেনিং এর জন্য তাকে মুম্বাই পাঠায়.
ট্রেনিং শেষ হওয়ার পর অংকুশ কলকাতায় ফিরে যখন সিনেমাটির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই অসুস্থ হয়ে পড়লেন তিনি ফলে শুটিং তো পেছালোয় তাছাড়া ফিজিক্যালি কিছুটা সমস্যার সম্মুখীন হলো অংকুশ আর সেকারণেই আবারও পুরনো ফিটনেস ফিরে পেতে আবারও মুম্বাইয়ে ট্রেনিং করতে যেতে হলো তাকে.
" ডি ফর ড্যান্স " ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও এসকল কারণে এখনো পর্যন্ত সিনেমাটির শুটিং শুরু হয়নি . এখন দেখা যাক কবে শুরু হয় এস ভি এফ এবং অংকুশের এই ড্রীম প্রজেক্ট . সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব এবং অংকুশের বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে.
আরো পড়ুন
সোহম , মাহি , ওমের ত্রিকোণ প্রেমে টুইস্ট
তাহলে কী দেব হার মানলো নাকি এস ভি এফ ??
সুলতানকে এড়িয়ে গেলো ফিদা
জীতের অভিনয়ে মুগ্ধ অজিত
পুনরালোচনায় আশিকী ৩
For More Updates
No comments:
Post a Comment