Pictures From Social Media
Like Our Facebook Page
গত কয়েক মাস ধরেই বেশ কোণঠাসা অবস্থায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রোডাকশন হাউস এস ভি এফ. সুপারস্টার জিৎ এর সাথে বরাবরই তাদের সম্পর্ক ভালো নয় এদিকে আবার দেব নিজের প্রোডাকশন হাউস খোলায় এস ভি এফ এর সাথে কোনো চুক্তি করতে চাইছে না. গত বছর তাদের বেশিরভাগ বিগ বাজেট মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে. এমনকি তাদের প্রযোজক সঙ্গী সুরিন্দর ফিল্মস আলাদাভাবে কাজ করতে বেশি আগ্রহী.
এসব কিছুকে পেছনে ফেলার জন্যই হয়তো একসাথে ২৫টি সিনেমা তৈরির ঘোষণা দিল এস ভি এফ.
২৫টি প্রজেক্টের একটিতেও নাম নেই সুপারস্টার জিতের আর মাত্র একটি প্রজেক্টে নাম আছে সুপারস্টার দেব এর.আর সেটি হচ্ছে চাদের পাহাড়৩.
বাকি প্রজেক্ট গুলোর মধ্যে রয়েছে যশ এবং অংকুশের ৩টি করে সিনেমা , বনি সেনগুপ্তের ১টি সিনেমা , সৃজিত মুখার্জি পরিচালিত "উমা" , "এক যে ছিল রাজা" এবং নাম ঠিক না হওয়া আরো একটি সিনেমা , রাজ চক্রবর্তীর "টাং লিং" এবং নবাব সিরাজউদ্দৌলা বায়োপিক , বিরসা দাসগুপ্তের "বিবাহ অভিযান" এবং নাম ঠিক না হওয়া একটি কমার্সিয়াল সিনেমা , বাকি প্রজেক্টগুলো তৈরী হবে গোয়েন্দা গল্পকে ভিত্তি করে অর্থাৎ ফেলুদা, বোমকেশদেরকে নিয়ে.
For More Updates
Like Our Facebook Page
No comments:
Post a Comment