Pictures From Social Media
Like Our Facebook Page
২০১৭ এর শেষ এবং ২০১৮ এর শুরুটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুবই স্বস্তিময় বলা যায়. প্রসেনজিৎ এর "ময়ুরাক্ষী" এবং দেব এর "আমাজন অভিযান" বক্স অফিসে রাজ্ করছে আবার এদিকে আসতে চলেছে জিৎ এর "ইন্সপেক্টর নোটি ক" , যশ এর "টোটাল দাদাগিরি" এবং আরো একটি গোয়েন্দা গল্প "আবার আসছে সবর".
যেহেতু "আবার আসছে সবর" একটি গোয়েন্দা গল্প এবং কম বাজেট এর সিনেমা তাই সরস্বতী পুজাকে কাজে লাগিয়ে এটি হিট তকমা জুটিয়ে নেবে তা প্রায় নিশ্চিত.সুতরাং মূল লড়াইটা হবে "ইন্সপেক্টর নোটি ক" এবং "টোটাল দাদাগিরি" এর মধ্যে.
দুটি সিনেমাই রোমান্টিক কমেডি ঘরানার. সিনেমা দুটিকে কেন্দ্র করে জোর কদমে প্রমোশন চালিয়ে যাচ্ছে জীত,ফারিয়া,মিমি এবং যশ. এখন দেখার বিষয় হলো বছরের প্রথম দুটি কমার্শিয়াল সিনেমা কেমন ব্যবসা করে. সিনেমা দুটি আগামী ১৯শে জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে.
For More Updates
Like Our FB Page
No comments:
Post a Comment