Tuesday, December 26, 2017

হ্যাটট্রিকের অপেক্ষায় জিৎ-ফারিয়া

Pic From Social Media
Like Our FB Page

২০১৬ সালের ঈদে মুক্তি পায় বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা "বাদশা" . সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করে এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়া .  এই সিনেমাতেই জীত এবং ফারিয়াকে প্রথমবারের মতো একসাথে অভিনয় করতে দেখা যায় এবং তাদের জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়.

এরপর ২০১৭ সালের  অন্যতম বাবসাসফল সিনেমা "বস২" তেও পর্দা কাঁপাতে দেখা গেছে এই জুটিকে . এক কথায়, জিৎ-ফারিয়া জুটি দর্শকদেরকে প্রেক্ষাগৃহে টানছে.

সেই ধারাবাহিকতায় ২০১৮ সালের প্রথমেই আবারো হাজির জীত-ফারিয়া জুটি . এই জুটি অভিনীত তৃতীয় সিনেমা "ইন্সপেক্টর নোটি ক" প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ১৯ই জানুয়ারী.

ইতিমধ্যেই সিনেমাটির একটি গান ও ট্রেলার মুক্তি পেয়েছে কিন্তু দর্শক হৃদয়ে তেমন সাড়া জাগাতে পারেনি তবে সরস্বতী পূজার একমাত্র বড়ো সিনেমা হওয়ায় ছুটিকে কাজে লাগিয়ে হিটের হ্যাটট্রিক পূরণ করে নিতেই পারে জীত-ফারিয়া জুটি.

For More Updates
Like Our FB Page

No comments:

Post a Comment