Pic From Twitter
Like Our Facebook Page
"অগ্নিশপথ" সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হলেও তাকে মানুষ দেব হিসেবে চেনে রবি কিনাগী পরিচালিত "আই লাভ ইউ" সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে. এরপর থেকেই এক ব্লকবাস্টার যাত্রা শুরু সুপারস্টার দেবের. মাঝখানে কিছুটা খারাপ সময় গেলেও সেটা খুব ভালোভাবেই নিয়েছেন তিনি.
অভিনেতা দেব থেকে আজ তিনি প্রযোজক দেব. প্রযোজক হিসেবে দর্শকদের নতুন কিছু দিতে চেষ্টা করেছেন কিন্তু ড্রিস্টিবিউশনের ঝামেলায় পড়ে তার প্রযোজিত দুটো সিনেমাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি.
বিশেষ করে গত দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত সিনেমা "ককপিট" দর্শকদের গ্রহণযোগ্যতা পেলেও এস ভি এফ এর ডিস্ট্রিবিউশন নিয়ে খুশি ছিলেন না দেব. তার মতে পরপর দুটো হাউসফুল শো হওয়ার পরেও তার সিনেমাকে অন্যায়ভাবে নামিয়ে দিয়ে এস ভি এফ তাদের নিজেদের প্রযোজিত সিনেমা চালিয়েছে. সঠিক ডিস্ট্রিবিউশন হলে ককপিট আরো বেশি ব্যবসা করতো বলে তিনি মনে করেন.
এজন্য তিনি ঠিক করেছেন এবার থেকে তিনি নিজেই তার প্রযোজিত সকল সিনেমা ডিস্ট্রিবিউট করবেন. সবকিছু ঠিক থাকলে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত পরবর্তী সিনেমা "কবির" এর মাধ্যমে ডিস্ট্রিবিউটর হিসেবে অভিষেক হতে চলেছে প্রযোজক দেবের. অর্থাৎ এস ভি এফ এর মতো দেব এন্টারটারটাইনমেন্ট ভেঞ্চার্সও নিজেদের সিনেমা তারা নিজেরাই ডিস্ট্রিবিউট করবে.
For More Updates
Like Our Facebook Page
No comments:
Post a Comment