Sunday, December 17, 2017

সমুদ্রের দৃষ্টিকোণে আবারো একসাথে দুজনে

Pic From Twitter
Like Our FB Page

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই জুটিপ্রথা মেনে চলে. উত্তম-সুচিত্রা থেকে শুরু করে অংকুশ-নুসরাত সকলেই বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছে বাংলা সিনেপ্রেমীদের. কিন্তু সুপারহিট ছবির তালিকায় সবথেকে শীর্ষে থাকা জুটিটির নাম হচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা.হাজার নতুন মুখের ভিড়েও এই জুটি সর্বদা উজ্জ্বল.

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে সর্বশেষ একসাথে  পর্দায় দেখা গিয়েছিল শিবুপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায় পরিচালিত "প্রাক্তন" সিনেমাতে. ইরোস ইন্টারন্যাশনাল প্রযোজিত সিনেমাটি ছিল ২০১৬ সালের সবথেকে ব্যবসাসফল বাংলা সিনেমা.

সেই সফলতার ধারাবাহিকতায় এবার জনপ্রিয় এই জুটিকে দেখা যেতে চলেছে  কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা দৃষ্টিকোনে. সম্প্রতি সিনেমাটির জন্য এই জুটিকে সমুদ্রের তীরে প্রেমালাপে মজতে দেখা গেলো. যেহেতু কৌশিক গাঙ্গুলি আগে থেকেই জানিয়েছেন সিনেমাটি একটি লাভস্টোরি সুতরাং দর্শকেরা এইরকম কিছু মধুর মুহূর্ত পেতেই পারেন.

For More Updates
Like Our FB Page

No comments:

Post a Comment