Pic From Twitter
Like Our FB Page
বলিউডের নায়িকাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ক্যাটফাইট নতুন কোনো বিষয় নয় কিন্তু টলিউডের নায়িকাদের মধ্যে এই জিনিসটা খুব কম লক্ষ্য করা যায়.
নুসরাত , মিমি , সায়ন্তিকাদের প্রায়ই একসাথে পার্টি করতে দেখা যায় এছাড়া তারা একসাথে কিছু ছবিতে অভিনয়ও করেছে. যেমন খোকা ৪২০ সিনেমাতে শুভশ্রী ও নুসরাত একসাথে কাজ করেছে, বিন্দাস সিনেমাতে শ্রাবন্তী ও সায়ন্তিকা একসাথে কাজ করেছে, পাওয়ার সিনেমাতে নুসরাত ও সায়ন্তিকা একসাথে কাজ করেছে, বস২ সিনেমাতে শুভশ্রী ও ফারিয়া একসাথে কাজ করেছে. এছাড়া অনেক মাল্টিস্টারার সিনেমাতে একের অধিক সমসাময়িক নায়িকাকে অভিনয় করতে দেখা গেছে
এবার এই তালিকায় যোগ দিতে চলেছে শ্রাবন্তী ও শুভশ্রী. সবকিছু ঠিক থাকলে এসকে মুভিস এর পরের সিনেমাতে শুভশ্রী ও শ্রাবন্তীকে একসাথে দেখা যেতে চলেছে. সিনেমাটির পরিচালনায় থাকবেন জয়দীপ মুখার্জী এবং নায়ক হিসেবে থাকছেন শাকিব খান.
For More Updates
Like Our FB Page
No comments:
Post a Comment