Pic From Twitter
যদি প্রশ্ন করা হয় বাংলা সিনেমার সবথেকে বড় সুপারস্টার কে?.. তাহলে কেউ হয়তো বলবেন জিৎ আবার কেউ হয়তো বলবেন দেব কিন্তু সত্য এটাই যে বাংলা সিনেমার সবথেকে বড় সুপারস্টার হলো বাংলা গল্পের গোয়েন্দারা.
গোয়েন্দা গল্প মানেই ছবি হিট. কাকাবাবু, ফেলুদা , ব্যোমকেশ এইসব সুপারহিট গোয়েন্দাদের হাত ধরে এবার গুপ্তধন সন্ধানে নামছে বাংলার নতুন গোয়েন্দা সোনাদা. এস ভি এফ প্রযোজিত পরবর্তী সিনেমাতে দেখা যাবে সোনাদা নামের এই নতুন গোয়েন্দাকে.
"গুপ্তধনের সন্ধানে" নামক এই সিনেমার মুখ্য চরিত্রে থাকবেন আবীর চ্যাটার্জি সাথে থাকছেন অর্জুন এবং ইশা. অরিন্দম শীলের নির্দেশনায় সিনেমাটি পরিচালনা করবেন ধ্রুব বন্দোপাধ্যায় এবং সংগীত পরিচালনায় থাকবেন বিক্রম ঘোষ. সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন এই গোয়েন্দা গল্পের শুটিং .
For More Updates
Like Our FB Page
No comments:
Post a Comment