Sunday, January 14, 2018

মিমিকে চ্যালেঞ্জ করলেন ফারিয়া

Pictures From Social Media
Like Our Facebook Page

আগামী ১৯শে জানুয়ারী মুক্তি পেতে চলেছে দুটি বিগ বাজেট কমার্শিয়াল সিনেমা "ইন্সপেক্টর নোটি ক" এবং "টোটাল দাদাগিরি". দুটি সিনেমায় রোমান্টিক কমেডি ঘরানার. সিনেমা দুটিকে কেন্দ্র করে জোর কদমে প্রমোশন চালিয়ে যাচ্ছে টোটাল দাদাগিরির যশ-মিমি এবং ইন্সপেক্টর নোটি কের জীত-ফারিয়া.

সম্প্রতি এক সনামধন্য পত্রিকা অফিসে ইন্সপেক্টর নোটি কের প্রোমোশনে গিয়ে মিমিকে চ্যালেঞ্জ করলেন ফারিয়া. "ইন্সপেক্টর নোটি ক" এবং "টোটাল দাদাগিরি" এর মধ্যে ক্লাশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন "ফাঁকা মাঠে গোল দিয়ে তো আর লাভ নেই , প্রতিপক্ষকে হারানোর জন্য গোল করেই আসল মজাটা পাওয়া যায়".

এখানে ফারিয়া কাকে হারাতে চাইছেন তা হয়তো দর্শকদের কাছে পরিস্কার কিন্তু আসল ফলাফল ১৯শে জানুয়ারীতে বোঝা যাবে. এখন দেখা যাক বক্স অফিসে বিজয়ী গোলটা কে করেন ফারিয়া নাকি মিমি.

For More Updates
Like Our Facebook Page

  

No comments:

Post a Comment