Wednesday, March 21, 2018

রেকর্ড ভাঙবে কবির


Dev & Rikmini From The Trailer Launching Event Of Kabir (Social Media)
Edited By Sujon
Like Our Facebook Page

বন্ধুরা গতকাল রিলিজ হয়ে গেলো দেব রুক্মিণী জুটির তৃতীয়  সিনেমা "কবির" এর ট্রেইলার . সিনেমাটির টিজার এবং ফার্স্ট লুক দেখেই বোঝা যাচ্ছিল যে দেব এবারও বিগ এবং ইউনিক কিছু নিয়ে আসছে.কিন্তু বিগ টা যে রেকর্ড ব্রেকিং বিগ হতে চলেছে তা প্রায় নিশ্চিত.

হ্যা ঠিকই শুনেছেন "কবির" এর ট্রেইলার সেই রকমই  ইঙ্গিত দিচ্ছে.কারণ ট্রেইলার রিলিজ হওয়ার পর কোনো বাংলা সিনেমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এতো আলোচনা হয়েছে বলে আমার মনে পড়ে না , সেটাও আবার পজিটিভ আলোচনা.

থ্রিলে ঘেরা "কবির" এর ট্রেইলার এ সবথেকে বড় চমক হলো দেব এর ডেভিল স্মাইল . এছাড়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি হলেও অনিকেত চ্যাটার্জীর স্টোরি টেলিং এর মধ্যে সাস্পেন্স এর গন্ধ পাওয়া যাচ্ছে আর রুক্মিণী তো আছেই . সবকিছু মিলে জমে ক্ষীর.

আসন্ন পহেলা বৈশাখে মুক্তি পেতে চলেছে "কবির" আর এবার পহেলা বৈশাখে একমাত্র বড় সিনেমা এটাই . এছাড়া দর্শকদের মাঝে "কবির" নিয়ে যে আগ্রহের সৃষ্টি হয়েছে তাতে যদি এটি "আমাজন অভিযান" এর রেকর্ড ভেঙে  দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না.

Watch The Kabir Trailer Here Kabir Official Trailer Ft Dev And Rukmini
For More Updates Subscribe Our Youtube Channel HALF REPORTER YOUTUBE

No comments:

Post a Comment