Tuesday, November 28, 2017

চমকানো বাজেট... ছয় ভাষায় আমাজন অভিযান

Pictures From Twitter

২০১৩ সাল ছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এর জন্য বর্ণিল বছর . ওই বছর মুক্তি পেয়েছিলো বস,খোকা ৪২০ এর মতো বিগ বাজেট সিনেমা যেগুলো বলিউড এর সিনেমাগুলোর সাথে পাল্লা দিয়ে ব্যবসা করেছিল.

ব্যবসা সফল সিনেমার মিছিলে সবথেকে বড় নাম ছিল চাঁদের পাহাড় . ১০ কোটি টাকা বাজেট এর এই সিনেমা বক্স অফিস থেকে প্রায় ১৬ কোটি টাকা আয় করে.

২০১৭ সালটি বাংলা সিনেমা এর জন্য খুব একটা ভালো যায়নি . বেশিরভাগ কমার্শিয়াল সিনেমাই বক্স অফিসএ মুখ থুবড়ে পড়েছে তবে বস২,ইয়তি অভিযান এর মত সিকুয়েলগুলো মোটামুটি ভালোই ব্যবসা করেছে.

Like Our Fb Page Box Office Bangla Exclusive

সেই সাহসকে পুজি করেই হয়তো এস ভি এফ এই ক্রিসমাস এ মুক্তি দিতে চলেছে সুপারস্টার দেব অভিনীত চাঁদের  পাহাড় এর সিকুয়েল আমাজন অভিযান.

ইতিমধ্যেই সিনেমাটির পোস্টার এবং টিসার দর্শকদের মনে উৎসাহের যোগান দিয়েছে . বাংলা , হিন্দি এবং ইংলিশসহ মোট ৬ টি ভাষায় ডাব্বিং করে পুরো ভারত এবং বিদেশে মুক্তি দেয়া হবে সিনেমাটি.

১৮ কোটি বাজেট এর এই সিনেমার পুরোটাই শুটিং করা হয়েছে আফ্রিকার গহিন অরণ্যে . এখন দেখা যাক আমাজন এর কোন নতুন  এর রহস্যের উৎঘাটন করে দেব এবং টিম আমাজন অভিজান . আমাদের পক্ষ থেকে শুভকামনা তাদের জন্য.

For More Updates Like Our Fb Page Box Office Bangla Exclusive

No comments:

Post a Comment