Pictures From Twitter
Like Our FB Page
কিছুদিন ধরেই টলি পাড়ায় জোর গুঞ্জন বাংলায় এই প্রথম তৈরী হতে চলেছে কোনো বায়োপিক এবং এটি নির্মিত হতে চলেছে নবাব সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে.
যেহেতু এই ধরণের বায়োপিক সাধারণত গ্রাফিক্স এবং প্রযুক্তি নির্ভর হয়ে থাকে সেহেতু প্রথমেই চলে আসে বাজেট এর কথা . আর এই জন্যই আমাজন অভিযান এর বক্স অফিস ব্যবসা না দেখে সিরাজউদ্দৌলা এর বায়োপিক নিয়ে এগোতে চাইছে না প্রযোজক কোম্পানি এস ভি এফ.
এই ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে সুপারস্টার দেব অভিনীত বিশাল বাজেট এর চাঁদের পাহাড় এর সিক্যুয়েল "আমাজন অভিযান". যদি সিনেমাটি বাবসাসফল হয় তাহলে দেবকে নিয়েই নবাব সিরাজউদ্দৌলা এর বায়োপিক তৈরির কথা ভাবছে এস ভি এফ. আর ডিরেক্টর এর চেয়ারে দেখা যেতে পারে বিরসা দাশগুপ্ত অথবা রাজ্ চক্রবর্তীকে.
For More Updates
Like Our FB Page
No comments:
Post a Comment