Friday, November 10, 2017

সরস্বতী পূজায় ফিরছে গ্যাংস্টার জুটি

Pictures From Twitter
বিরসা দাশগুপ্ত পরিচালিত গ্যাংস্টার সিনেমার মাদ্ধমে সিনেমা জগতে পা রাখেন টি-টাউন হার্টথ্রব যশ দাশগুপ্ত. রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবিটিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে. সিনেমাটি বক্স অফিস এ মোটামুটি ভালোই ব্যবসা করে সাথে জনপ্রিয়তা পায় যশ মিমি জুটি.
Like Our Facebook Page
পথিকৃৎ বসুর পরিচালনায় আবারো একসাথে হতে চলেছে এই জুটি. সরস্বতী পূজাকে টার্গেট করে আগামী সপ্তাহ থেকে কলকাতায় শুরু হতে চলেছে নতুন এই সিনেমার শুটিং. রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমায় যশ অভিনয় করবেন একজন কলেজ ছাত্র এর ভূমিকায় যে পরীক্ষায় বার বার ফেল করে কিন্তু ঘটনাক্রমে সে ভালোবেসে ফেলে তার কলেজের একজন শিক্ষকের মেয়েকে. শিক্ষক এর ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত কে এবং তার মেয়ের ভুমিকায় অভিনয় করবেন মিমি. সিনেমাটির সংগীত পরিচালনায় থাকছেন জিৎ গাঙ্গুলি. সবকিছু ঠিক থাকলে আগামী সরস্বতী পূজায় মুক্তি পেতে চলেছে যশ মিমি জুটির এই  সিনেমা .
For More Updates 
Like Our Facebook Page

No comments:

Post a Comment