Saturday, March 24, 2018

ইয়াশ এর নতুন প্রেমিকা


Pictures From Social Media
Edited By Sujon
Like Our Facebook Page BOX OFFICE BANGLA EXCLUSIVE

পথিকৃৎ বসু পরিচালিত  এবং এস ভি এফ প্রযোজিত একটি রোমান্টিক সিনেমাতে খুব শীগ্রই অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার চকলেটবয় ইয়াস দাসগুপ্তকে . সিনেমাটিকে ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ এমনকি মহরত ও হয়ে গেছে কিছুদিন আগে . কিন্তু এখনো প্রকাশ করা হয়নি এই রোমান্টিক লভেস্টোরিতে ইয়াস এর প্রেমিকা মানে নায়িকা কে হচ্ছেন. 

প্রথমে ভাবা হচ্ছিল "গাংস্ট্যার" এবং "টোটাল দাদাগিরি"র পর এটি হতে চলেছে  ইয়াশ-মিমি জুটির হ্যাট্রিক সিনেমা . তারপর নানা কারণে উঠে আসছিল নুসরাত জাহানের নাম . কিন্তু এই ব্যাপারে ডিরেক্টর পথিকৃৎ বসুর কাছে জানতে চাইলে তিনি বলেন দর্শকদের জন্য একটা বড়ো সারপ্রাইস আছে. 

এখন যদি নায়িকা হিসেবে মিমি বা নুসরাত আসে  তাহলে আবার সারপ্রাইস হলো কি করে?...  কারণ ইয়াস কে এই দুজনের সাথেই দর্শক বড় পর্দায় দেখেছে . কিন্তু সবথেকে বড় সারপ্রাইস হবে যদি কোনোভাবে মধুমিতা সরকারকে ইয়াসের বিপরীতে দেখা যায় কারণটা নিশ্চয় বলে দিতে হবে না... "বোঝেনা সে বোঝেনা" ধারাবাহিকে  তাদের কেমিস্ট্রির কথা জানেন না বা দেখেননি এমন বাঙালি হয়তো কম আছেন . একেতো রোমান্টিক সিনেমাতে ইয়াশ তাতে যদি মধুমিতা যোগ হয় তাহলে বিষয়টা একদম জমে ক্ষীর হয়ে যাবে.

For More Updates Subscribe Our Youtube Channel HALF REPORTER YOUTUBE

No comments:

Post a Comment