Tuesday, March 27, 2018

এক ফুল পাঁচ মালি


Pictures From Social Media
Jeet , Shakib , Ankush , Yash
For More Like Our Facebook Page BOX OFFICE BANGLA EXCLUSIVE  

"এক ফুল পাঁচ মালি" না নতুন কোনো সিনেমার নাম নয় এটি এখন টালিগঞ্জের বর্তমান পরিস্থিতি.

ঈদ মানেই যে সুপারস্টার জিতের একটি সিনেমা রিলিজ হবে তা তো আর অজানা নয় কারণ বাংলায় ঈদ বাজারে জিতের থেকে ভালো ব্যবসা কেউ দিতে পারে না . ধারণা করা হচ্ছিল জিতের সিনেমার সাথে এসকে মুভিস এর একটি এবং এস ভি এফ এর একটি সিনেমা রিলিজ হবে এবার ঈদে . কিন্তু সেই যে এস ভি এফ এর একরোখামো জিৎ এর সিনেমাকে ব্যবসা করতে দেওয়া যাবে না.

এক জিৎকে ঠেকাতে  এস ভি এফ এবার ঈদে ৩টি ফিল্ম রিলিজ করার সিদ্ধান্ত নিয়ে ফেললো . হ্যা বাবা যাদব পরিচালিত এবং অংকুশ অভিনীত "ডি ফর ডান্স" , পথিকৃৎ বসু পরিচালিত এবং ইয়াস অভিনীত "ফিদা" এছাড়া কার্ডে আছে আরো একটি আর্ট ফিল্ম.

একেতো ছোট ইন্ডাস্ট্রি বড়ো অকেশনে ছাড়া বক্স অফিস এর হালও বলার মতো নয় তাতে যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো একদিন বাংলা ফিল্ম সম্পর্কে আমাদের লেখার কিছুই থাকবে না কারণ তখন হয়তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিই  থাকবে না.

সবমিলিয়ে এখন পরিস্থিতি  এরকম দাঁড়ায় যে এক ঈদ পাঁচ ফিল্ম  "সুলতান" , "ভাইজান এলো রে" , "ডি ফর ডান্স" , "ফিদা" , এবং একটি আর্ট ফিল্ম এককথায় "এক ফুল পাঁচ মালি" 

For More Updates Subscribe Our Youtube Channel HALF RREPOTER YOUTUBE

No comments:

Post a Comment