Picture credit goes social media (Edited)
Ft Ankush , Yash
Subscribe Our Youtube Channel
Half Reporter Youtube
এস ভি এফের দুই তুরুপের তাস অংকুশ এবং ইয়াশ , কিছুদিন আগেও এই দুজনের মধ্যে ছিল ঘোর বন্ধুত্ব . কিন্তু সেই বন্ধুত্বে ফাটল ধরা শুরু হয়েছে . একপ্রকার এখন তাদের মধ্যে বন্ধুত্ব নেই বললেও চলে.
কিছুদিন আগে টলিমহলে জোর গুঞ্জন ছিলো যে অঙ্কুশ-ঐন্দ্রিলা সম্পর্ক নাকি ভাঙতে চলেছে কারণ অংকুশ নাকি "ফিদা" এর নায়িকা সানজানার প্রেমে পড়েছেন . কিন্তু অংকুশ একটি টুইট করে জানান যে , এইটা পুরোটায় বানানো গল্প আর তার কাছের এক বন্ধু নাকি এই গল্পটা বানিয়েছে . এখানে কাছের বন্ধু বলতে অংকুশ কাকে বোঝাতে চেয়েছেন সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন.
"ফিদা"-এর প্রোমোশনে এক অনুষ্ঠানে ইয়াশকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন "আমার বিষয়ে কোনো কথা বলার আগে তার নিজের বিষয়ে একটু ভাবা উচিত" এখানে কেউ কারোর নাম না নিলেও এই দুই স্টারের মধ্যে যে সবকিছু ঠিক নেই সেটা পরিস্কার.
No comments:
Post a Comment