Pictures From Social Media And Digital Platforms (Edited)
Subscribe Our Youtube Channel HALF REPORTER YOUTUBE
কয়েকদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণী অভিনীত সিনেমা "কবির" . সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমাকে ঘিরে দর্শকদের মনে আগ্রহের কোনো কমতি নেই . কিন্তু সেন্সর বোর্ড সিনেমাটিকে "আ" সার্টিফিকেট দিয়েছে মানে সিনেমাটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য.সেন্সর বোর্ড এর মতে তরুণেরা যাতে সিনেমাটিকে ঘিরে টেরিরিজমকে সাপোর্ট করতে না শেখে এজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে.
সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে খুশি নন দেব . তিনি জানান সিনেমাতে টেরিরিজমকে প্রমোট করছে এমন কোনো সিকোয়েন্সে বা দৃশ্য নেই বরং সেখানে টেরিরিজমকে ডেমোট করা হয়েছে এবং এর ক্ষতিকর দিক দেখানো হয়েছে.
এখন দেখা যাক বক্স অফিসে এটির কোনো প্রভাব পড়ে কিনা তবে আমাদের মনে হয় না কোনো প্রভাব পড়বে কারণ দর্শকেরা ফার্স্ট লুক এবং ট্রেইলার দেখেই ঠিক করে ফেলেছে যে কবির দেখতেই হবে সুতরাং সার্টিফিকেটে কি যায় আসে.
For More Updates Download Our Official App HALF REPORTER APP
No comments:
Post a Comment